প্রশ্ন: ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৭৮৭ সালে।
প্রশ্ন: ময়মনসিংহ জেলার সীমানা কি?
উ: ময়মনসিংহ জেলার সীমানা:
✅ উত্তরে: ভারতের মেঘালয়
✅ দক্ষিণে: গাজীপুর
✅ পূর্বে: নেত্রকোনা ও কিশোরগঞ্জ
✅ পশ্চিমে: শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা
প্রশ্ন: ময়মনসিংহ জেলার আয়তন কত?
উ: ৪৩৬৩.৪৮ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: ময়মনসিংহ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: জাগ্রত ময়মনসিংহ।
প্রশ্ন: ময়মনসিংহ জেলার গ্রাম কতটি?
উ: ২৭০৯ টি।
প্রশ্ন: ময়মনসিংহ জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ১৪৫ টি।
প্রশ্ন: ময়মনসিংহ জেলার উপজেলা কতটি ও কি কি?
উ: ১৩ টি। ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, গৌরীপুর, ত্রিশাল, ধোবাউড়া, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা,ফুলবাড়িয়া, ভালুকা, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, হালুয়াঘাট।
প্রশ্ন: ময়মনসিংহ জেলার পৌরসভা কতটি?
উ: ১০ টি। মুক্তাগাছা, ময়মনসিংহ সদর, ভালুকা, ফুলবাড়ীয়া, ফুলপুর, নান্দাইল, ত্রিশাল, গৌরিপুর, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ।
প্রশ্ন: ময়মনসিংহ জেলার নদ-নদী কি কি?
উ: পুরাতন ব্রহ্মপুত্র, বানার, ধলেশ্বরী, মহুরি ইত্যাদি।
প্রশ্ন: ময়মনসিংহ জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: পোশাক শিল্প, জুট মিলস, তাঁত শিল্প।
প্রশ্ন: ময়মনসিংহ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: নজরুলের স্মৃতিময় ত্রিশালের দরিরামপুর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গারো পাহাড়, চীনা মাটিতে সমৃদ্ধ বিজয়নগর।
প্রশ্ন: ময়মনসিংহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: আবুল মনসুর আহমদ (সাহিত্যিক ও রাজনীতিবদ), জয়নুল আবেদীন (শিল্পাচার্য), আশীষ কুমার লোহ (অভিনেতা), উপেন্দ্র কিশোর রায় চৌধুরী (শিশু সাহিত্যিক ও চিত্র শিল্পী), আনন্দ মোহন বসু (রাজনীতিবিদ ও সমাজসেবক), আবদুল জব্বার (ভাষা সৈনিক), মাওলানা শামসুল হুদা (র) (রাজনীতিবিদ), জ্যোর্তিময় গুহ ঠাকুরতা (শিক্ষাবিদ), বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী (সঙ্গীতজ্ঞ), সাইখ সিরাজ।